করোনায় একদিনে ৪০ জনের মৃত্যু

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা (ফাইল ছবি)

বিশেষ প্রতিনিধি: করোনা ভাইরাসে দেশে একদিনে মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা আজ। গত ২৪ ঘণ্টায় ৪০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫০ জন। সেই সঙ্গে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৫৪৫ জন। সব মিলিয়ে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ৪৭ হাজার ১৫৩ জনে।

রবিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান। তিনি জানান, একদিনে সুস্থ হয়েছেন ৪০৬ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৯ হাজার ৭৮১ জন।

ডা. নাসিমা সুলতানা বলেন, ‘দেশে ৫২টি ল্যাবে করোনা ভাইরাস শনাক্তকরণ পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে নতুন করে দুটি ল্যাব সংযুক্ত হয়েছে। একটি সরকারি। আরেকটি বেসরকারি।’

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ২২৯জনের। আর পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৮৭৬জনের।

শেয়ার করুন