করোনাভাইরাসের প্রাদুর্ভাবে চলমান পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের জন্য খাদ্য সহায়তা নিয়ে এগিয়ে এসেছে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ।
বান্দরবান পৌরসভার ২ নং ওয়ার্ডের লালমিয়ার চর, হর্টিকালচার সংলগ্ন ফজর আলী পাড়াসহ আশপাশের দুর্ভোগপীড়িত ৫০ টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।
পরিবার প্রতি ৫ কেজি চাল, ১ কেজি সেমাই, চিনি, তেল, ২ কেজি আটা ও ১ টি করে সাবান এর অন্তর্ভূক্ত ছিল। ২১ মে বৃহষ্পতিবার প্রতিষ্ঠানের ক্যাম্পাস থেকে এসব সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ রেজাউল করিম, স্থানীয় ওয়ার্ড কমিশনার মোহাম্মদ আলী ও শিক্ষকমন্ডলী।
এ সময় অধ্যক্ষ বলেন, ‘প্রতিষ্ঠানের পার্শ্ববর্তী এলাকার কর্মহীন মানুষদের জন্য এটি ক্যান্ট. পাবলিক পরিবারের ঈদ উপহার। এ রকম উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’ সূত্র: প্রেস বিজ্ঞপ্তি