প্রচ্ছদ বিজ্ঞান ও প্রযুক্তি করোনার কল্যাণে বিশ্বসেরা ধনীদের তালিকায় জুমের সিইও

করোনার কল্যাণে বিশ্বসেরা ধনীদের তালিকায় জুমের সিইও

এবার জুমের মুখ্য নির্বাহী এরিক ইউয়ানের নাম উঠে এল বিশ্বের ১০০ শীর্ষ ধনীর তালিকায়। পেশায় একজন তথ্যপ্রযুক্তি প্রকৌশলী তিনি। সিস্কোর মতো বড় ফার্মে দীর্ঘদিন কাজ করেছেন। তার হাত ধরেই ওয়েবেক্স ভিডিও কলের সফটওয়্যারটিও তৈরি।

জানা গেছে, চলতি বছরে জুম অ্যাপ এরিকদের শেয়ারের দামের উর্ধ্বগতির ধারাবাহিকতা বজায় রেখে হয়ে ওঠে বছরের অন্যতম সেরা বিনিয়োগ উৎস। বড় বড় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে তাল মিলিয়ে জুমের দরে আসে ৪৫০ শতাংশ প্রবৃদ্ধি।  যাই হোক, বছরের সবচেয়ে বড় ঘটনা হচ্ছে বিলিনিয়ারদের মধ্যেও সেরা অবস্থানে ঠাঁই করে নেওয়া, তাও এক বছরের কম সময়ে যা জুমের মুখ্য নির্বাহী এরিক ইউয়ান করে দেখিয়েছেন। করোনায় শুরু হয় ইরিকের উত্থান গল্প। 

উল্লেখ্য, জুম ভিডিও কমিউনিকেশন্স এর শেয়ার এতটাই বৃদ্ধি পায় যে চলতি বছরের শেষ সময়ে এসে তার সম্পদ দাঁড়িয়েছে ১৭শ’ কোটি ডলারে। জুমে তার মালিকানায় থাকা শেয়ারের মূল্যস্থীতিই তাকে বিশ্বের শীর্ষ ১০০ ধনীর মর্যাদা এনে দিয়েছে।

শেয়ার করুন