চীনে ভয়াবহভাবে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের আক্রমণে গত রবিবার এক দিনেই মৃত্যু হয়েছে ৯৭ জনের। বিবিসি জানিয়েছে, এখন পর্যন্ত একই দিনে এতো মানুষ এর আগে মারা যায়নি।
সব মিলিয়ে রবিবার পর্যন্ত চীনে মৃতের সংখ্যা দাঁড়ালো ৯০৮-এ। যদিও আক্রান্ত হবার হার কিছুটা কমে এসেছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ।
সরকারি তথ্যবিবরণীতে জানানো হয়, এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ১৭১ জন। এছাড়া আরো ১ লাখ ৮৭ হাজার মানুষকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
আকষ্মিকভাবে ছড়িয়ে পড়া এই ভাইরাসের আক্রমণ ঠেকাতে চীনকে সাহায্য করতে একটি বিশেষ প্রতিনিধি দল পাঠিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এখন পর্যন্ত চীন ছাড়াও বিশ্বের আরো ২৫টি দেশে করোনাভাইরাসের সংক্রমণের খবর পাওয়া গেছে।
এই ভাইরাসের আক্রমণের খবর ছড়িয়ে পড়লে চীন থেকে নিজেদের দেশে উড়োজাহাজ গমনাগমন বন্ধ করে দেয় বেশ কয়েকটি দেশ। চীনের উহান প্রদেশের নাগরিকদের সেই অঞ্চলের বাইরে যাওয়াও বন্ধ করে দেয় সেই দেশের সরকার।