নানা আয়োজনে বান্দররবানে শুরু হয়েছে মারমা সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ওয়াগ্যোয়াই পোয়ে। মোমবাতি প্রজ্জ্বলন ও রথ টানার মধ্য দিয়ে সন্ধ্যায় শহরের রাজার মাঠে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা।
এ সময় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর, জেলা পরিষদ সদস্য সিং ইয়ং ম্রো, ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাংস্কৃতিক ইনষ্টিটিউটের পরিচালক মং নু চিংসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরে অতিথিরা ফানুস ওড়ান। এর পর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাংস্কৃতিক ইনষ্টিটিউটের আয়োজনে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
ধর্মীয় নানা আনুষ্ঠানিকতার পর আগামি সোমবার রথ বিসর্জনের মধ্য দিয়ে উৎসব শেষ হবে।