বৃষ্টি হলেও গরম অব্যাহত ৷ এই গরমের হাত থেকে রক্ষা পেতে তখন এসি চাই ৷ কিন্তু বিদ্যুৎ বিলের চিন্তায় মাথায় হাত ৷ মাথা থেকে হাত বরং নামিয়ে নিন ৷ জেনে নিন, এমন কিছু উপায়, যার প্রয়োগে আপনার ঘর এসি ছাড়াই থাকবে ঠাণ্ডা-
১) ঘরে যদি কাচের জানালা থাকে, তাহলে মোটা পর্দা দিন ৷ পর্দাটা যেন গাঢ় রঙের হয় ৷ গরম কালে হালকা রঙের পর্দা একদম নয় ৷
২) বাজার থেকে খসের পর্দা কিনে নিয়ে আসুন ৷ জানলায় লাগিয়ে দিন ৷ মাঝে মধ্যেই পানি দিয়ে ভিজিয়ে দিন ৷
৩) ঘর মোছার সময়, পানি মধ্যে কিছুটা পরিমাণ লবণ ঢেলে দিন ৷ লবণ পানিতে ঘরের তাপমাত্রা সঠিক থাকবে ৷
৪) ঘরে ভেন্টিলেটর থাকলে, ভালো করে পরিষ্কার করুন ৷
৫) প্রয়োজন ছাড়া ঘরের আলো জ্বালাবেন না ৷ ঘরে বাল্বের বদলে টিউব লাইট ব্যবহার করুন৷
৬) ঘরের মধ্যে গাছ রাখুন ৷ ঘর তাহলে ঠাণ্ডা থাকবে৷