পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি বলেছেন, জেলা সদর ও উপজেলা হাসপাতালগুলোতে স্থানীয় তহবিল গঠন করে এ্যাম্বুলেন্সের জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজ চালাতে হবে। এতে দীর্ঘদিন এ্যাম্বুলেন্স নষ্ট পড়ে থাকবেনা। জনগণের ভোগান্তি কমবে। রোগীদের কাছ থেকে নেয়া এ্যাম্বুলেন্স ভাড়ার দশ শতাংশ টাকা ওই স্থানীয় তহবিলে জমা রাখার নির্দেশ দেন তিনি। ২৮ জানুয়ারি রবিবার বান্দরবানের চারটি হাসপাতালকে স্বাস্থ্য বিভাগের বরাদ্দকৃত এ্যাম্বুলেন্স হস্তান্তর করার সময় তিনি এ কথা বলেন।
জেলা পরিষদ চত্বরে সংশ্লিষ্ট হাসপাতালের চিকিৎসকদের কাছে এ্যাম্বুলেন্সগুলো হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সিভিল সার্জন ডা. অং সুই প্রু, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলমসহ স্বাস্থ্য বিভাগের উর্ধতন কর্মকর্তারা। বরাদ্দকৃত চারটি এ্যাম্বুলেন্স পেয়েছে বান্দরবান, রুমা, আলীকদম ও লামা সদর হাসপাতাল।