এমপি’র বিরুদ্ধে ‘অপপ্রচার’: নিউজ পোর্টালের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা

সংবাদ সম্মেলনে উপস্থিত খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ অভিযোগ এনে আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ এবং একটি নিউজ পোর্টাল বন্ধের দাবি তুলেছে খাগড়াছড়ি আওয়ামী লীগ। ৬ ফেব্রুয়ারি বুধবার দুপুরে কদমতলীস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সরকারের কাছে এ দাবি জানানো হয়।

বক্তারা জানান, সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরার নামে সিএইচটি নিউজ ডটকম নামক একটি অনলাইন নিউজ পোর্টাল ‘আর্মিরাই জুম্ম রাজাকারদের ব্যবহার করছে’ শিরোনামে যে সংবাদ প্রকাশ করেছে তা বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত। এর মাধ্যমে পার্বত্যাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা এবং সেনাবাহিনীর সুনাম ক্ষুন্ন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়–য়া, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আশুতোষ চাকমা, যুগ্ম সম্পাদক মংক্যচিং মারমা, যুব ও ক্রীড়া সম্পাদক মংসেইপ্রু চৌধুরী অপু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রইস উদ্দিনসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ।

৬ ফেব্রুয়ারি খাগড়াছড়ি জেলা যুবলীগের সভাপতি যতন ত্রিপুরা বাদী হয়ে এ ব্যাপারে থানায় একটি মামলাও করেছেন। খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ শাহাদাত হোসেন টিটো বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন