এবার ব্যথামুক্ত স্বাভাবিক প্রসব হবে বাংলাদেশেই

প্রতীকি ছবি। ইউনিসেফ-বাংলাদেশ

এবার ব্যথামুক্ত প্রসব হবে বাংলাদেশেই। সিজারিয়ান না করেই ব্যথামুক্ত স্বাভাবিক প্রসবের এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে একটি বেসরকারি হাসপাতাল। গত ১০ ফেব্রুয়ারি রোববার নতুন এই পদ্ধতিতে প্রথম সন্তান প্রসব করেছেন কয়েকজন মা। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেসরকারি আদ-দ্বীন হাসপাতাল।

ব্যথামুক্ত প্রসব কার্যক্রমের প্রথম দিনে রাজধানীর আগারগাঁওয়ের বাসিন্দা প্রেমা আঞ্জুমের প্রথম সন্তানের জন্ম হয়। তিনি বলেন, সন্তান গর্ভে আসার পর থেকেই বেশ দুশ্চিন্তায় ছিলাম। নরমাল ডেলিভারি হয় কিনা। শেষ পর্যন্ত সিজারিয়ান করাতে হয় কিনা এটা ভেবে বেশ ভয় লাগছিলো। এমন অবস্থায় আদ-দ্বীন হাসপাতালের এই কার্যক্রমের খবর পাই। গর্ভবর্তী হবার পর থেকেই নিয়মিত চেকআপ এবং এখানকার নতুন ব্যবস্থায় প্রথম সন্তানের জন্ম হলো। আমি এবং আমার পরিবারের সবাই খুশি।

এ ব্যাপারে আদ-দ্বীন হাসপাতালের পরিচালক ডা. নাহিদ ইয়াসমিন বলেন, নবাগত সন্তানের রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন হিসেবে গড়ে তুলতে সিজারিয়ান অপারেশনের চেয়ে স্বাভাবিক প্রসব অনেক বেশি কার্যকর। আমরা বিষয়টি বেশ গুরুত্ব দিয়ে দেখছি। যেসব মায়েরা গর্ভধারনের শুরু থেকে আদ-দ্বীন হাসপাতালের সেবা নিয়ে থাকেন, তাঁদের ৭০-৮০ শতাংশই স্বাভাবিকভাবে সন্তান প্রসব করতে পারেন।

ডা. নাহিদ আরো জানান, যেসব মায়েরা গর্ভধারনের শুরু থেকে আমাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখেন, আমরা তাঁদের গর্ভের সন্তানের অবস্থা ও স্বাস্থ্যগত অন্যান্য বিষয় বিবেচনা করে কিছু চিকিৎসা দিয়ে থাকি। এতে তাঁদের স্বাভাবিক প্রসব সম্ভব হয়। আমরা সিজারিয়ান অপারেশনের পরিবর্তে স্বাভাবিক প্রসবেই বেশি আগ্রহী।

প্রসঙ্গত, বাংলাদেশে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তান জন্মদান স্বাস্থ্যখাতে একটি বড় দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। অনেক চিকিৎসক প্রসবকালীন নানা জটিলতা এড়াতে সিজারিয়ান অপারেশনের পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু তাতে মায়েদের স্বাস্থ্যের ওপর ব্যাপক ক্ষতিকর প্রভাব পড়ে, যা তাঁদের পরবর্তী জীবনে অন্য অনেক বড় রোগ ও স্বাস্থ্যহানির কারণ হয়ে দাঁড়ায়।

শেয়ার করুন