দেশব্যাপী ছড়িয়ে পড়া ডেঙ্গুতে প্রাণহানি থামছেইনা। রাজধানীতে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে রাজধানীর সিটি হাসপাতালে তার মৃত্যু হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৭৩ জনের মৃত্যুর তথ্য এসেছে, এর মধ্যে ৮৮ টি ঘটনা পর্যালোচনা করে ৫২ জনের মৃত্যু ডেঙ্গুতে হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।
আর গত ২৪ ঘণ্টায় (২৫ আগস্ট সকাল ৮টা থেকে ২৬ আগস্ট সকাল ৮টা পর্যন্ত) দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ২৫১ জন।
এদিকে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা না নেয়ায়, স্থানীয় সরকার মন্ত্রণালয়কে ভর্ৎসনা করেছেন হাইকোর্ট। এ সময় আদালত বলেন, সময় মতো ওষুধ না কেনার দায় সরকারও এড়াতে পারে না। এ অবস্থায় ডেঙ্গু প্রতিরোধে গাফিলতি ও দায়ীদের চিহ্নিত করতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে চান হাইকোর্ট। এ বিষয়ে আদেশ দেয়া হবে বুধবার।
হাইকোর্টের দেয়া আলাদা প্রতিবেদনে ঢাকার দুই সিটি করপোরেশন ও স্বাস্থ্য অধিদপ্তর দাবি করেছে, ঢাকায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ধীরে ধীরে কমছে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়নের কাজ শুরু হয়েছে বলেও জানায় স্থানীয় সরকার মন্ত্রণালয়।