যুক্তরাষ্ট্রে ক্রমেই আতঙ্ক বাড়াচ্ছে ভয়াল করোনা। দেশটিতে এখন পর্যন্ত ৮৫ হাজার ৮৪৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সম্প্রতি নিউ ইয়র্কের অত্যাবশ্যকীয় পণ্যের দোকানে গিয়েছিলেন এক নারী। দোকানে ঢুকেই হাঁচি পেয়ে যায় তার। ওই নারী হাঁচি দিতেই পুলিশে ফোন করেন দোকান মালিক। ওই নারীর করোনার উপসর্গ রয়েছে বলে পুলিশকে জানান তিনি। পুলিশ এসে ওই নারীকে নিয়ে যায়।
পুলিশ এসে ওই নারীকে নিয়ে দোকান থেকে বের হতেই তিনি দোকানের যে যে অংশে গিয়েছিলেন সেই অংশের পণ্যসামগ্রী ছুঁড়ে ফেলে দেন ওই দোকানদার। জানা গেছে, প্রায় ২৬ লক্ষ টাকার সামগ্রী দোকান থেকে সরিয়ে দেন ওই বিক্রেতা। এদিকে, মার্কিন স্বাস্থ্য কর্মীরা দিনরাত এক করে সরকারি, বেসরকারি হাসপাতালগুলোতে করোনা আক্রান্ত রোগীদের সেবা করে চলেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘুম ছুটেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের। করোনার প্রতিষেধক আবিষ্কারে প্রতিনিয়ত চেষ্টা করে চলেছেন মার্কিন বিজ্ঞানীরা। কিন্তু এখনও পর্যন্ত করোনা ভাইরাসের কোনো প্রতিষেধক আবিষ্কার করা যায়নি।