বান্দরবানের রাজবিলার কৃষক হ্লা শৈ অং মারমার বনমোরগ খামার—তরুণ উদ্যোক্তাদের জন্য নতুন দিশা! কুড়িয়ে পাওয়া বনমুরগীর ডিম দিয়ে শুরু করা হ্লা শৈ অং মারমার উদ্যোগ আজ দৃষ্টান্ত হয়ে উঠেছে। বনের পরিবেশে গড়ে তোলা এই অভিনব খামারে এখন রয়েছে দেড়শ’র বেশি বনমোরগ ও মুরগী। বড় মোরগ ৩-৩.৫ হাজার, মাঝারি ২-২.৫ হাজার এবং মুরগী ১-১.৫ হাজার টাকায় বিক্রি করছেন তারা। এই উদ্যোগ তরুণ উদ্যোক্তাদের জন্য হতে পারে একটি লাভজনক মডেল। সঠিক পরিচর্যা ও চিকিৎসা নিশ্চিত করে বনমোরগ পালন করে স্বাবলম্বী হওয়া সম্ভব।