অমর একুশে গ্রন্থমেলায় এসেছে সাংবাদিক মুরসালিন হক জুনায়েদের প্রথম কবিতার বই ‘লালবাগ ও ক্যামেরায় রেখেছি চোখ’।
বইটির ভূমিকায় কবি ও গদ্যকার রাহেল রাজিব বলেছেন, ‘যা বোধকে নাড়া দেয়, তাই কবিতা। শব্দের যুগমিলন ও জীবনের বিন্যাস যে বাক্যে উঠে আসে তাকে খুঁজে বেড়ানোর তাগিদ ও প্রেরণাই কবিতার অবয়ব নির্মাণ করে দিতে পারে। দৈনন্দিন পথচলা ও সময়ের আবর্তন যে চিন্তাকে উসকে দেয় তাকে আগলে রাখার প্রয়াস প্রায় সবাই দেখালেও তাকে আগলে রাখাটা সহজ নয়।
মুরসালিন জুনায়েদ দৈনন্দিন এ প্রেরণা ও আবেগগুলোকে আগলে রাখতে পেরেছেন। তার কবিতা পাঠে বোধের অনুরণন ঘটতে পারে, চিনে নিতে পারেন নিজেকে কিংবা কবিতার অবয়বে নিজের প্রতিরূপ আবিষ্কার করে ফেলতেও পারেন। জুনায়েদের কথা ও ভাষ্য সহজ-সরল কিন্তু তরল নয়। কথার ভাঁজে সরলতার বীজ বুনে কখনো কখনো জীবনবোধের চিরায়ত রূপকে বিনির্মাণ করেছেন। তাঁর কাব্য পাঠে আপনাকে সাদর সম্ভাষণ।’
বইটি প্রকাশ করেছে নৈঋতা ক্যাফে। পাওয়া যাচ্ছে মেলার ৪৮৩ নম্বর স্টলে। এছাড়াও অনলাইনে বিক্রি হচ্ছে রকমারি ডটকম-এ।
পেশায় সাংবাদিক মুরসালিন হক জুনায়েদের জন্ম ১৯৮৪ সালের ২৪ মে, ঢাকায়। বাবা মরহুম এম.এম. জহিরুল হক এবং মা জোহরা হকের পাঁচ সন্তানের মধ্যে তিনি চতুর্থ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর।
বর্তমানে বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪ এ স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত। দুর্নীতি প্রতিরোধে অনুসন্ধানী সাংবাদিকতার স্বীকৃতিস্বরূপ দুর্নীতি দমন কমিশন কর্তৃক ২০১৫ সালের দুদক মিডিয়া এওয়ার্ডে ভ‚ষিত হন। ব্যক্তিজীবনে ‘শুদ্ধ’ নামে এক কন্যার জনক। ‘লালবাগ ও ক্যামেরায় রেখেছি চোখ’ তাঁর প্রথম কবিতার বই।
বইটিতে ৫২টি কবিতা রয়েছে। দাম ২০০ টাকা। তবে মেলায় ২৫% ছাড়ে ১৫০ টাকায় পাওয়া যাচ্ছে।