একনজরে বাজেট

প্রস্তাবিত বাজেটের আকার চার লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা। অর্থাৎ আগামী অর্থবছর সরকার এই পরিমাণ অর্থ ব্যয় করবে। চলতি অর্থবছরের মূল বাজেটের আকার ছিল চার লাখ ২৬৬ কোটি টাকা। নতুন বাজেটে রাজস্ব প্রাপ্তির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তিন লাখ ৩৯ হাজার ২৮০ কোটি টাকা, চলতি অর্থবছর এর পরিমাণ দুই লাখ ৮৭ হাজার ৯৯০ কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে এনবিআরের রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দুই লাখ ৯৬ হাজার ২০১ কোটি টাকা, চলতি বাজেটে এর পরিমাণ দুই লাখ ৪৮ হাজার ১৯০ কোটি টাকা। এবার বার্ষিক উন্নয়ন কর্মসূচি-এডিপিতে এক লাখ ৭৩ হাজার কোটি টাকার প্রস্তাব করা হয়েছে। চলতি অর্থবছর এর পরিমাণ ছিল এক লাখ ৫৩ হাজার ৩৩১ কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে সামগ্রিক বাজেট ঘাটতি ধরা হয়েছে এক লাখ ২৫ হাজার ২৯৩ কোটি টাকা। এর মধ্যে বিদেশ থেকে ঋণ হিসেবে ৫০ হাজার ১৬ কোটি টাকা, ব্যাংক থেকে ৪২ হাজার ২৯ কোটি টাকা ও সঞ্চয়পত্র থেকে ২৬ হাজার ১৯৭ কোটি টাকা নেওয়া হবে। চলতি অর্থবছর ঘাটতির পরিমাণ ছিল এক লাখ ১২ হাজার ২৭৬ কোটি টাকা। বিদেশ থেকে ৪৬ হাজার ৪২০ কোটি, ব্যাংক থেকে ২৮ হাজার ২০৩ কোটি ও সঞ্চয়পত্র থেকে ৩০ হাজার ১৫০ কোটি টাকা নেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। প্রস্তাবিত বাজেটে জিডিপির প্রবৃদ্ধি ৭.৮ শতাংশ প্রাক্কলন করা হয়েছে, চলতি বছরের বাজেটে এটি ছিল ৭.৪ শতাংশ। এবার ৫.৫ শতাংশ মূল্যস্ফীতির প্রাক্কলন করা হয়েছে। নতুন বছরে এটি হবে ৫.৮ শতাংশ।

শেয়ার করুন