রফিকুল আলম মামুন, বান্দরবান।। ইকবাল করিম ভুঁইয়া ৮০’র দশকে বান্দরবানসহ দক্ষিণ চট্টগ্রামের ফুটবলাঙ্গনের এক পরিচিত মুখ। তিনি ১৯৮৪ সাল থেকে ১৯৮৮ সাল পযর্ন্ত বান্দরবান জেলা ফুটবল দলের সদস্য হিসেবে বিভিন্ন টূর্ণামেন্টে অংশ নিয়ে দশকর্দের নজর কাড়েন।
১৯৮৮ সালে তিনি ফুটবল থেকে অবসর নেন। একই বছর এএফসি এ ফিফার অধীনে উচ্চতর ফুটবল প্রশিক্ষকের প্রশিক্ষণ র্কোস ফুটেরো সম্পন্ন করেন।
প্রশিক্ষণ শেষে তিনি ১৯৮৯ সাল থেকে স্থানীয় পর্যায়ে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন। এসময় তিনি বান্দরবান জেলা দলের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পান এবং দেশের বিভিন্ন জাতীয় ফুটবল প্রতিযোগিতায় অংশ নেন। তাঁর দক্ষতায় বান্দরবান জেলা দল বেশ কয়েকটি র্টুণামেন্টের শিরোপা লাভ করতে সক্ষম হয়।
একই সময়ে তিনি ফুটবল রেফারীর প্রশিক্ষণ নিয়ে বান্দরবানে ম্যাচ পরিচালনায়ও দক্ষতার স্বাক্ষর রাখেন।
ফুটবলাঙ্গনে নিজেকে সম্পৃক্ত করার পাশাপাশি তিনি বান্দরবান সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারী হিসেবে নিযুক্ত ছিলেন।
২০১৩ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবী থেকে বিদায় নেন ইকবাল করিম ভুঁইয়া । মৃত্যুর পর তিনি স্ত্রী, এক ছেলে এবং এক মেয়েসহ অনেক শুভাকাঙ্খী রেখে গেছেন।
বান্দরবান জেলার কৃতি এ ক্রীড়াসংগঠককে স্মরণ করতে আজ রাজার মাঠে ইকবাল স্মৃতি ফুটবল র্টূণামেন্ট আয়োজন করেছে জেলা ফুটবল খেলোয়াড় সমিতি।