বান্দরবানের কুহালং ইউনিয়নে গত ১৫ জুন সন্ত্রাসী হামলায় ৫নং ওয়ার্ড মেম্বার চাই সা হ্লা মারমা হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সদর উপজেলা আওয়ামী লীগ।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পাই হ্লা অং এক বিবৃতিতে জানান, সন্ত্রাসীরা কুহালং ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের মেম্বার চাই সা হ্লা মারমা এর বাড়ীতে এসে গুলি করে নির্মম ভাবে হত্যা করে পালিয়ে যায়।
আমরা বাংলাদেশ আওয়ামী লীগ বান্দরবান সদর উপজেলা শাখা উদ্বেগ প্রকাশ করছি এবং দোষী ব্যক্তিদের খুঁজে বের করে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদান করার জন্য প্রশাসনকে দাবি জানাচ্ছি।
গত ফেব্রুয়ারী মাসেও রাজবিলা ইউনিয়নে জামছড়ি পাড়ায় ৬ জনকে হত্যা করার উদ্দেশ্যে বর্বরোচিত হামলা চালিয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাচনু মারমাকে নির্মম ভাবে হত্যা করেছে।
পার্বত্য বান্দরবানে পার্বত্য আঞ্চলিক সন্ত্রাসী গ্রুপটি টার্গেট কিলিংয়ের জন্য বেছে নিয়ে আওয়ামী লীগ দলকে। এই দলকে নেতাকর্মী শূন্য করার উদ্দেশ্যে মংপু, চথোয়াইমং, মংমংথোয়াইদের মত সক্রিয় কর্মীদেরকে বেছে বেছে হত্যা করছে।
আরো বিভিন্ন এলাকায় আওয়ামী লীগনেতা কর্মীকে খুঁজে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে। বর্তমান সরকারের নেতৃত্বে পার্বত্য এলাকার শান্তি শৃঙ্খলা, চলমান উন্নয়নকে ব্যাঘাত ঘটানোর জন্য আঞ্চলিক সন্ত্রাসী গ্রুপ গুলো এ অঞ্চলে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। এহেন কার্যকলাপকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে প্রকাশিত আরেকটি সংবাদ: সোলার প্যানেল না দেয়ায় খুন করা হয় ইউপি সদস্যকে