আলীকদম বাজারের প্রবেশপথেই গড়ে উঠেছে ময়লার ভাগাড়। দুর্গন্ধে ভারী হয়ে উঠেছে আশপাশের পরিবেশ। ময়লার স্তুপ জমে দখল হয়ে গেছে রাস্তার একাংশ। ফলে পায়ে হেঁটে ও যান চলাচলে ভোগান্তির শিকার হতে হচ্ছে এলাকাবাসীকে।
ময়লার স্তুপ জমে রাস্তা ছোট হয়ে যাওয়ায় হরহামেশাই ঘটছে ছোটবড় দুর্ঘটনা। স্থানীয় সাইকেল মেকানিক আলী আকবর ও ইঞ্জিন মেকানিক আয়ূব আলী জানান, এ স্থানে ময়লার স্তুপ জমে রাস্তায় উপরে চলে আসায় রাস্তা সংকীর্ণ হয়ে গেছে।
স্থানীয় কয়েকজন ব্যবসায়ী জানান, আলীকদম বাজারের প্রবেশপথে ভাই ভাই হোটেল, ক্যাফে নাইন্টি সেভেন ও আশপাশের কাঠমিস্ত্রীর দোকান, মুদি দোকানের বর্জ্য এই স্থানে ফেলার কারণে দিন দিন ময়লার স্তুপ বৃদ্ধি পাচ্ছে।
এ ব্যাপারে আলাপ করা হলে আলীকদম সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন ময়লা অপসারণ করার আশ্বাস দেন। তবে তার সেই আশ্বাস এখনো বাস্তবায়িত হয়নি।