বীর শহীদদের স্মরণে
আলীকদমে বৃক্ষরোপণ

আলীকদম প্রতিনিধি।। মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদদের স্মরণে সারাদেশে ৩০ লক্ষ বৃক্ষরোপন কর্মসূচির ধারাবাহিকতায় লামা বন বিভাগের তৈন রেঞ্জের উদ্যোগে আলীকদম উপজেলায় ১৪টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ৬ হাজার চারা বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে এ কর্মসূচীর অংশ হিসেবে সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম, ইউএনও মো. নাজিমুল হায়দার, ভাইস চেয়ারম্যান কাইনথপ ম্রো, উপজেলা কৃষি অফিসার মো. ইয়াকুব মামুন, তৈন রেঞ্জ কর্মকর্তা খন্দকার শামসুল হুদা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলতাফ হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ও প্রধান শিক্ষক মোহাম্মদ ইয়াহিয়া।

এছাড়াও বন বিভাগের কর্মকর্তা-কর্মচারি, শিক্ষক প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। চারা বিতরণ শেষে সরকারি উচ্চ বিদ্যালয়ের পুকুরপাড়ে অথিতিরা চারারোপন করেন।

তৈন রেঞ্জ কর্মকর্তা খন্দকার শামসুল হুদা জানান, মহান মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য সরকার এ উদ্যোগ গ্রহণ করেছে। এতে একদিকে প্রতীকিভাবে আমাদের শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি দেশের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় ব্যাপক ভূমিকা রাখবে।

শেয়ার করুন