আলীকদমে পাহাড় কেটে কাঠ পুড়িয়ে ইটভাটা!

বান্দরবানের আলীকদম উপজেলায় নির্বিচারে পাহাড় কেটে ও বনের কাঠ পুড়িয়ে ইট তৈরির প্রক্রিয়া চলছে তিনটি ইট ভাটায়। এই তিনটি ভাটার জন্যে পাহাড় কেটে মাটি সংগ্রহ করা হচ্ছে। একই সাথে সংরক্ষিত ও প্রাকৃতিক বনাঞ্চল থেকে কাঠও কাটা হচ্ছে। উপজেলা পরিবেশ ও বন কমিটির সভায় ইট ভাটায় কাঠ পোড়ানো বন্ধে প্রস্তাব পাস হলেও কার্যত তা বাস্তবায়ন হচ্ছেনা।

 

সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, উপজেলার পূর্ব পালং পাড়া ও আমতলী এলাকায় ২টি ভাটায় ড্রামশিট চিমনী দিয়ে ইটভাড়া গড়ে তোলা হয়েছে। অন্যদিকে তারাবুনিয়ায় আরেকটি ইটের ভাটা রয়েছে। এসব ইটের ভাটায় লাকড়ি পরিবহণের কারণে গ্রামীণ সড়কগুলো হয়ে পড়ছে ক্ষতবিক্ষত।

লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কামাল উদ্দিন আহম্মেদ বলেন, বন বিভাগের অনুমতি ব্যতীত সরকারি বনাঞ্চল থেকে ২ কিলোমিটার দুরত্বের মধ্যে ইটভাটা স্থাপন করার সুযোগ নেই। কিন্তু তা না মেনে ইটভাটা তৈরি করা হয়েছে।

আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মো. নাজিমুল হায়দার বলেন, আলীকদমে কোন ইট ভাটার লাইসেন্স নেই। শীঘ্রই অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।

– আলীকদম (বান্দরবান) প্রতিনিধি

শেয়ার করুন