সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের জন্য গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তবে আগামী একাদশ সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে আয়োজিত ইসির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
তিনি আরো বলেন, তবে কমিশন যদি সিদ্ধান্ত নেয় তাহলে আগামী একাদশ সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার সম্ভব হবে।