আমি দুদকের কঠিন বিচার চাই: বিনাদোষে ৩ বছর কারাভোগের পর জাহালমের দাবি

সোনালী ব্যাংকের টাকা আত্মসাতের মামলায় বিনাদোষে ৩ বছর কারাভোগকারী জাহালম।

বিনাদোষে ৩ বছর কারাভোগের পর মুক্তি পেয়ে দুদকের বিচার চাইলেন জাহালম। ছাড়া পাবার পর উপস্থিত সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘এখন আমার খুব ভালো লাগছে। তিন বছর পর জেল থেকে বের হতে পেরেছি খুব ভালো লাগছে।’

দুদক প্রসঙ্গে তিনি বলেন, ‘দুদক, আমি কোনো অপরাধ না করে আজকে তিন বছর আমাকে দুদক জেলে রেখেছে আটকিয়ে। আমি দুদকের কঠিন বিচার চাই।’

তিনি আরো বলেন, ‘এখন আমার অনেক ভালো লাগছে। অনেক খুশি লাগছে। কারণ আমি জীবনে চিন্তা করিনাই যে আমি জেল থেকে বের হতে পারবো। টুয়েন্টিফোর চ্যানেল আজকে আমাকে এতোকিছু করেছে, মানবাধিকারের চেয়ারম্যান স্যার’।

জেলখানার অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, অনেক কষ্টে মানুষজনের কাপড়চোপড় ধুয়ে একটু ভালো খেতে পেরেছি।
তিন বছর কারাভোগের জন্যে ক্ষতিপূরণ চেয়ে তিনি বলেন ‘আমি অনেক ক্ষতিগ্রস্থ হয়েছি। আমি ক্ষতিপূরণ চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে।’

সোনালী ব্যাংকের প্রায় সাড়ে ১৮কোটি টাকা আত্মসাতের মামলায় বিনা অপরাধে তিন বছর কারাভোগের পর রোববার মধ্যরাতে মুক্তি পান তিনি। তাঁর বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবড়িয়া গ্রামে।

শেয়ার করুন