বাণিজ্যিক এবং আবাসিক উভয় ধরনের সংযোগের জন্যে ৮০ শতাংশ পানির দাম বাড়ানোর প্রস্তাব করেছে ঢাকা ওয়াসা।
গত বছরের সেপ্টেম্বরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে (এলজিআরডি) এ প্রস্তাব পাঠানো হয়েছে।
ওয়াসার প্রস্তাবিত নতুন মূল্যহারে আবাসিক সংযোগে আগের ১১.৫৭ টাকা প্রতি ইউনিট (১ হাজার লিটার) এর পরিবর্তে নতুন মূল্য ২০ টাকা ধরা হয়েছে। বাণিজ্যিক সংযোগে আগে প্রতি ইউনিট ৩৭.০৪ টাকার জায়গায় ৬৫ টাকা ধরা হয়েছে।
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ. খান জানান, ‘মূল্যবৃদ্ধির প্রস্তাবটি এখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুমোদনের অপেক্ষায় থাকার কথা।’
তিনি আরো জানান, ‘বিগত বছরগুলোতে ওয়াসার সেবার মান উন্নয়নে বিপুল পরিমাণ বিনিয়োগ করতে হয়েছে। তাছাড়া পানি পরিশোধনসহ অন্যান্য খরচও বেড়েছে। তাই দাম বাড়ানো ছাড়া অন্য কোনো বিকল্প নেই।’
গত ২০১৭ সালে আবাসিক সংযোগে ২২ শতাংশ এবং বাণিজ্যিক সংযোগে ১৮ শতাংশ পানির মূল্য বাড়ায় ওয়াসা।
ঢাকা ওয়াসা এক্ট-১৯৯৬ অনুযায়ী ওয়াসার পরিচালনা বোর্ড প্রতি বছর ৫ শতাংশ করে পানির মূল্য বাড়াতে পারে।