আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করলো খোলা চোখ ডটকম

খোলা চোখ ডটকমের উদ্বোধন করছেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি

১ ফেব্রুয়ারি ২০১৮। আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো অনলাইন নিউজ পোর্টাল খোলা চোখ ডটকম। সকালে বান্দরবান প্রেস ক্লাব মিলনায়তনে এই পোর্টালের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাশ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অং চ মংসহ জেলার বিশিষ্টজনেরা। বান্দরবান প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ বাদশা মিঞা মাষ্টারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খোলা চোখ ডটকমের সম্পাদক ফরিদুল আলম সুমন। প্রধান অতিথি ও বিশেষ অতিথিবর্গ ছাড়াও বক্তব্য রাখেন দৈনিক কালের কন্ঠের স্টাফ রিপোর্টার মনিরুল ইসলাম মনু, বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, দৈনিক প্রথম আলো’র বান্দরবান প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বীর বাহাদুর বলেন, পার্বত্য এলাকার সাংবাদিকতা অনেক এগিয়েছে। তবে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে এখানকার সংবাদকর্মীদের নিজেদের দক্ষতা উন্নয়নে সার্বক্ষণিক সজাগ থাকতে হবে। তিনি বলেন, খোলা চোখ ডটকম ডিজিটাল বাংলাদেশের একটি উদাহরণ। স্থানীয় সংবাদকর্মীদের যে কোনো সমস্যা-সম্ভাবনায় পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।

বক্তব্য রাখছেন প্রথম আলো’র বান্দরবান প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা

অনুষ্ঠানে খোলা চোখ ডটকমের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে নির্মিত একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শণ করা হয়।

বক্তব্য রাখছেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং
শেয়ার করুন