আদিবাসী দিবস পালনের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন ও সমাবেশ

দেশের বিভিন্ন স্থানে আদিবাসী দিবস পালন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষদের আদিবাসী পরিচয় দাবির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ‘সচেতন পার্বত্যবাসী’ নামের একটি সংগঠন।

শনিবার সকালে বান্দরবান প্রেস ক্লাব চত্বরে এ মানববন্ধনে উপস্থিত ছিলেন, পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদ বান্দরবান জেলা শাখার আহবায়ক মিজানুর রহমান আকন্দ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোঃ সাইফুল ইসলাম, পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদ বান্দরবান জেলা শাখার সদস্য সচিব মোঃ শফিকুর রহমান, হিলি স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন বান্দরবান জেলা শাখার প্রচার সম্পাদক আবদুল্লাহ আল মামুন ত্রিপুরা, ১ নং ওয়ার্ডের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম, ৬ নং ওয়ার্ডের আহবায়ক মোহাম্মদ শাহাদাত হোসেনসহ সংগঠনটির বেশ কিছু নেতাকর্মী।

এ সময় বক্তারা বলেন আদিবাসী শব্দটি ব্যবহারে সরকার কর্তৃক নিষেধাজ্ঞা থাকা সত্বেও কিছু কুচক্রী মহল আদিবাসী দিবস পালনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করার পাঁয়তারা করছে। আদিবাসী শব্দের ব্যবহার পার্বত্য অঞ্চলের সম্প্রীতিকে বাধাগ্রস্ত করছে সরকারের উন্নয়নকে করছে প্রশ্নবিদ্ধ। এ সময় তারা শান্তিচুক্তির ‘বিতর্কিত’ ধারাসমূহ পরিবর্তনেরও দাবি জানান।

শেয়ার করুন