বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি’র ৪ সদস্যকে ফেরত দিয়েছে বাংলাদেশ। ২৫ আগষ্ট কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীর তীর থেকে তাদেরকে আটক করে বিজিবি।
ফেরত দেওয়া বিজিপি সদস্যরা হলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুর নাগকুড়া ব্যাটালিয়নের মেগচিং ক্যাম্পের ক্যাপ্টেন লিউইন কো ম্যাং, সার্জেন্ট ইয়ানাং তুন, সার্জেন্ট প্যাং গি ও সিপাহী ক্য ক্য।
টেকনাফ ২ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান বলেন, ‘২৫ আগষ্ট রাতে তাদেরকে টেকনাফের নাফ নদীর তীরে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় আটক করা হয়। এছাড়া তাদেরকে বহনকারী একটি স্পিডবোটও জব্দ করা হয়। পরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর আলাপ-আলোচনা সাপেক্ষে বুধবার দুপুর ২টায় নাইক্ষ্যংছড়ির ঘুনধুম সীমান্তের বাংলাদেশ-মিয়ানমার ফ্রেন্ডশীপ পয়েন্টে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত পাঠানো হয়েছে।’
এ সময় মিয়ানমারের পক্ষে সেই দেশের ১ বিজিপি’র অধিনায়ক লে. কর্নেল ক্য উইন হ্লাং, মেজর উইন থাই, মেজর অং মইজো লাইন ও ক্যাপ্টেন জাও জাও শৈ উপস্থিত ছিলেন।