বান্দরবানের শিল্পীদের মিলনমেলায় মঞ্চ মাতাবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি। সন্ধ্যায় শহরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনষ্টিটিউট অডিটরিয়ামে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে তিনি সংগীত পরিবেশন করবেন বলে জানিয়েছেন আয়োজকরা।
এছাড়াও এদিন বান্দরবানের পৌর মেয়র ইসলাম বেবী ও তাঁর সহধর্মিনী কামরুন্নেছা খানমের একটি নাটিকায় অংশ নেয়ারও কথা রয়েছে।
সন্ধ্যায় অনুষ্ঠানে বান্দরবানের আরো অনেক বিশিষ্ট ব্যক্তিরা নবীন শিল্পীদের সাথে নাচে গানে অংশ নিয়ে মঞ্চ মাতাবেন।
অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব রাজেশ দাশ ও অপর সদস্য সাইফুল বাবলু জানান, পার্বত্য প্রতিমন্ত্রী শুধু একজন রাজনীতিবিদই নন। তিনি ভালো শিল্পীও। আমরা তাঁর শিল্পী সত্ত্বা আজ অনুষ্ঠানের মাধ্যমে নতুন করে ফুটিয়ে তোলার চেষ্টা করবো। আশা করি তিনি মঞ্চে ভালো করবেন।
অনুষ্ঠানটিতে নবীন প্রবীণ মিলেয়ে প্রায় শতাধিক শিল্পীর বিভিন্ন ইভেন্টে অংশ নেয়ার কথা রয়েছে।