ভয়াল ২১ আগষ্ট, হত্যা-ষড়যন্ত্র-নৃশংসতার দিন

স্বাধীনতার পর থেকে বাংলাদেশের রাজনীতির ইতিহাসের নৃশংসতম ষড়যন্ত্রের দিন আজ। ২১ আগস্ট ২০০৪ সালের নারকীয় সেই হত্যাকাণ্ডের নীরব সাক্ষী রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ। ওই দিন আওয়ামী লীগের ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী সমাবেশে’ ভয়াবহ গ্রেনেড হামলা করা হয়।

এ ঘটনায় সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ দলটির ২৪ নেতাকর্মী নিহত হন। আর পাঁচ শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। তৎকালীন এই বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে বেঁচে যান। কিন্তু তার শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হয়।

শোকার্ত এই দিনটিকে সামনে রেখে আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন কর্মসূচি গ্রহণ করেছে। তবে করোনা মহামারীর কারণে স্বাস্থ্যবিধি মেনে সেগুলো পালন করা হবে।

নিহতদের স্মরণে আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে আওয়ামী লীগ। এরপর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আলোচনাসভা অনুষ্ঠান। দলটির সভাপতি শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হবেন।

তবে এসব কর্মসূচি যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পালন করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সব স্তরের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীদের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শেয়ার করুন