দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ৩ হাজার ২০১ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৬৫ হাজার ৬১৮ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৪ জনের। এ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়ালো দুই হাজার ৯৬ জন।
সোমবার দুপুরে নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয়। বুলেটিন পরিচালনা করেন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
নাসিমা সুলতানা বলেন, নতুন করে যারা মারা গেছেন তাদের ১৭ জন ঢাকা, ১১ জন চট্টগ্রাম, তিনজন রাজশাহী, দুইজন খুলনা, চারজন বরিশাল, তিনজন সিলেট, দুইজন রংপুর এবং দুইজন ময়মনসিংহ বিভাগের।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন তিন হাজার ৫২৪ জন। এতে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ৭৬ হাজার ১৪৯ জন।
অপরদিকে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ২০১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৪ হাজার ২৪৫টি।