বান্দরবানের থানচিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে বাজারের অন্তত দুই শতাধিক দোকান ও কাঁচা-পাকা বসতঘর।
সোমবার ভোর ৫ টার দিকে আগুনে থানচি বাজারের একটি দোকানঘর থেকে আগুনের সূচনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, ভোরের আলো ফুটে ওঠার আগেই বাজারে দক্ষিন পাশে আগুন জ্বলতে দেখা যায়। কিছুক্ষনের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে যায় পুরো বাজারে। এসময় লোকজন দ্রুত দোকানের মালামাল সরিয়ে নিতে থাকে।
তাৎক্ষনিকভাবে সেনাবাহিনী বিজিবি ও পুলিশের সাথে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে যান।
খবর পেয়ে বান্দরবান থেকে দমকল বাহিনীর সদস্যদের নিয়ে ভোরে আগুন নেভানোর গাড়ি ঘটনাস্থলের উদ্দ্যেশ্যে রওনা দিলেও থানচি পৌঁছানের আগেই জীবন নগরের কাছে বিকল হয়ে যায়।
স্থানীয় সাংবাদিক অনুপম মারমা জানান, আগুনে অন্তত দুই শতাধিক ঘরবাড়ি পুড়ে গেছে, ক্ষয়ক্ষতিও অন্তত দশ কোটি টাকার মতো হবে।
পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর এর আজ ঘটনাস্থল পরিদর্শনের জন্য থানচি যাওয়ার কথা রয়েছে।