আগামীকাল থেকে এলাকাভিত্তিক লকডাউনের কাজ শুরু হবে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, জোনভিত্তিক লকডাউনে ইতিমধ্যে অনেক দেরি হয়ে গেছে।
এদিকে করোনা সংক্রমণের মাত্রা দেশে গত দুই সপ্তাহে আশঙ্কাজনক হারে বেড়েছে। ফলে বেড়েছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। এ পরিস্থিতিতে শনিবারও কয়েক দফায় বৈঠক করেছে স্বাস্থ্য, স্বরাষ্ট্র, জনপ্রশাসন ও আইসিটি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতর।
বৈঠক শেষে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, আর পুরো দেশে ছুটি ঘোষণার পরিকল্পনা নেই সরকারের। ঝুঁকি বিবেচনায় রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করার দিকে এগুচ্ছেন তারা।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আইইডিসিআর, স্বাস্থ্য অধিদফতর ও আইসিটি মন্ত্রণালয়ের সহায়তা নিয়ে রবিবার থেকে ঢাকায় জোন ভাগের কাজ শুরু হবে।
অতিরিক্ত স্বাস্থ্য সচিব হাবিবুর রহমান বলেন, ‘ঢাকার একাধিক জায়গায় আগামীকাল থেকে জোন ভাগ করার একটি প্রচেষ্টা হাতে নিয়েছে। রেড জোনগুলোতে সব কিছুই বন্ধ করা হবে।’
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘সারাদেশে লকডাউন আর হবে না। তবে জোনগুলো আলাদা করে ব্যবস্থা নেয়ার চেষ্টা করছি।’
অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের লকডাউনের সিদ্ধান্ত আরও আগে নেওয়া উচিত ছিল। অন্তত দুই মাস আগে শুরু করা উচিৎ ছিলো জোন ভাগের কাজ।