আগামি দিনের আন্দোলন সংগ্রামসহ জাতীয় সংসদ র্নিবাচনে দলের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদ্য মনোনিত সভাপতি সাবিকুর রহমান জুয়েল। তিনি বলেন যারা দলের র্দুদিনে ভূমিকা রাখতে সক্ষম তাদেরকেই কেন্দ্র মনোনিত করেছে। তাই আন্দোলন সংগ্রাম, চেয়ারর্পাসনকে কারাগার থেকে মুক্ত করা, সংসদ র্নিবাচনসহ সব ধরনের দলীয় কর্মকান্ডে এই কমিটি সকল ভেদাভেদ ভুলে গিয়ে কাজ করতে মাঠে থাকবে।
তিনি বলেন, মূলত ছাত্রদলের বাছাইকৃত নেতাদের নিয়েই কমিটি গঠন হয়েছে। আগামি দিনের আন্দোলন সংগ্রামে ছাত্রদেরই ভূমিকা রাখতে হবে। বিগত যে কোন সময়ের চেয়ে বান্দরবান জেলা বিএনপি এখন অনেক সংগঠিত। দলীয় কিছু কোন্দল থাকলেও তা ধীরে ধীরে কেটে যাচ্ছে। স্বেচ্ছাসেবক দলের সব নেতাকর্মীরা আগামি র্নিবাচনে ভেদাভেদ ভুলে হারানো গৌরব উদ্ধারে কাজ করে যাবে, বলেন তরুন এই নেতা।
এদিকে বৃহস্পতিবার (২৫ জুলাই) স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি শফিউল বারী বাবু ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুইঁয়া ৭ সদস্যের জেলা স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটি অনুমোদন করেন।
কমিটির সদস্যরা হলেন, সভাপতি- সাবিকুর রহমান জুয়েল, সিনিয়র সহ সভাপতি- দৌলতুল কবির খান সিদ্দিকী, সহ সভাপতি ইয়াছিনুল হক চৌধুরী রিপণ, সহ সভাপতি- নুরুল আবছার, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক- চনু মং, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার বাবলু।
নবঘোষিত এই কমিটিকে পরবর্তী এক মাসের মধ্যে কমিটির পূর্ণাঙ্গ তালিকা কেন্দ্রীয় কমিটির কাছে পাঠাতেও নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় কমিটি।