লামায় পুলিশের বিশেষ অভিযান
আইন অমান্যকারী অটোরিক্সা মোটরসাইকেল আটক জরিমানা

রফিকুল ইসলাম, লামা প্রতিনিধি।। বান্দরবানের লামায় মোটরযান আইন মেনে চলার পাশাপাশি ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছে লামা থানা পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন সহকারী পুলিশ সুপার আবু সালাম চৌধুরী। রোববার (৮ জুলাই) লামা বাজার, সার্কেল অফিসের সামনে মেইন রোড়ে ও লাইনঝিনি তিনটি স্থানে এই অভিযান চলে। একই সাথে পার্শ্ববর্তী আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় এই অভিযান চালানো হয়।

এসময় ট্রাফিক আইন অমান্যকারী বেশ কিছু মাহিন্দ্র, সিএনজি, টমটম ও অটো রিক্সা আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে মোটরযান আইনে মামলা করা হয়। পাশাপাশি অতিরিক্ত যাত্রী পরিবহন, হেলমেট ব্যবহার না করা মোটরসাইকেল চালকদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহন করা হয়।

লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু সালাম চৌধুরী জানান, সড়কে যাত্রী ও পরিবহণ ব্যবস্থায় শৃংখলা ফেরাতে উদ্যোগ নিয়েছে পুলিশ। এ ব্যাপারে বিভিন্ন সময় যানবাহন মালিক শ্রমিকদের সাথে বৈঠকে বসে নানা সিদ্ধান্ত নেওয়া হলে যানবাহন মালিক শ্রমিকরা তা মানেন না। তাই বাধ্য হয়ে আমাদের অভিযান পরিচালনা করতে হয়। পরিবহনে শৃংখলা ফেরাতে এ ধরনের অভিযান আগামিতে আরো পরিচালনা করা হবে।

আলীকদম ও নাইক্ষ্যংছড়িতে একই অভিযান চলছে।

 

শেয়ার করুন