বাংলাদেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এর চার টেকনোলজিস্টসহ ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের সবাই করোনাভাইরাস সনাক্তের টেস্ট কাজে জড়িত ছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র জানায়, আক্রান্তদের মধ্যে চার জন মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ছয় জনের করোনা পজেটিভ আসার পর আইডিসিআর এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরারও কোভিড-১৯ টেস্ট করা হয়েছে। তার রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া গেছে। তবে আক্রান্ত না হলেও বর্তমানে তিনি স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে আছেন।
জানা গেছে, চার টেকনোলজিস্ট বাদে বাকি দু’জনের একজন ক্লিনার। অন্যজন আইইডিসিআরের কর্মী। তাদের সংস্পর্শে এসেছেন এমন অন্যদেরও হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।