অ্যাপল ইউজারদের জন্য খারাপ খবর শোনাল ফেসবুক৷ iOS 7 এবং পুরনো ভার্সানগুলিতে বন্ধ হতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ পরিষেবা৷ ইতিমধ্যেই যারা নিজেদের ডিভাইসে হোয়াটসঅ্যাপ ইনস্টল করেছেন তারা অ্যাপটির পরিষেবা পাবেন ২০২০ পর্যন্ত৷
তবে, iOS 7 এবং পুরনো ভার্সানগুলি ব্যবহারকারীরা নতুন করে অ্যাপটি ইনস্টল করতে পারবেন না৷ iOS 8 এবং পরবর্তী ভার্সানগুলিতেই হোয়াটসঅ্যাপ কাজ করবে৷
সুতরাং, iOS 7 এবং পুরনো ভার্সানগুলির ইউজার হোয়াটসঅ্যাপ ডিলিট করে দিলে পুনরায় অ্যাপটিকে ইনস্টল করতে পারবেন না৷ রির্পোটের তথ্য জানাচ্ছে, পুরনো ভার্সান ব্যবহারকারীদের ডিভাইসে হোয়াটসঅ্যাপের বেশ কিছু ফিচার কাজ করা বন্ধ করতে পারে৷
তাছাড়া, সংস্থার আনা নিত্যনতুন আপডেটও কাজ করবে না পুরনো ভার্সানগুলিতে৷ রির্পোটটি আরও জানাচ্ছে, ‘কর্তৃপক্ষের নেওয়া সিদ্ধান্ত iPhone 4S, 5, 5C, 5S ইউজারদের প্রভাবিত করবে৷ যদি, তারা নিজেদের ফোনকে আপডেট না করিয়ে থাকেন৷’
চলতি বছরের প্রথমদিকে একটি ঘোষণা দেয় হোয়াটসঅ্যাপ৷ যেখানে বলা হয়, ১ ফেব্রুয়ারি, ২০২০ পর্যন্ত অ্যাপেলের iOS 7 এবং পুরনো ভার্সানগুলিতে সার্পোট করবে হোয়াটসঅ্যাপ৷বেশ কিছু পুরনো অ্যাণ্ড্রয়েড ভার্সানেও বন্ধ হতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ পরিষেবা৷ ইউজাররা অ্যাপটিকে নতুন করে ইনস্টল করতে পারবেন না৷ এছাড়া, বেশ কিছু উইন্ডোস ফোনেও সার্পোট করবে না ম্যাসেজিং অ্যাপটি