করোনা ভাইরাস মহামারির কারণে বাতিল করা অষ্টম শ্রেণির জেএসসি ও জেডিসি পরীক্ষার সনদ দেবে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলো। বুধবার (২৫ নভেম্বর) এক ভার্চ্যুয়াল প্রেস ব্রিফিংয়ে একথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, অষ্টম শ্রেণির সনদ বোর্ড যেভাবে দেয় সেভাবেই দেবে। করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো গত ১৭ মার্চ থেকে দফায় দফায় ছুটি বাড়িয়ে আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। একই কারণে এবছরের জেএসসি ও জেডিসি পরীক্ষা বাতিল করা হয়। পরীক্ষা বাতিল করে নিজ বিদ্যালয়ে মূল্যায়ন করে তাদের সবাইকে পরবর্তী ক্লাসে তুলে দেওয়া হবে। অষ্টমের এই সমাপনীতে সারাদেশে প্রায় ২০ লাখ শিক্ষার্থী অংশ নেয়।