আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি।। হাজারো নেতাকর্মী ও ভক্ত-স্বজনদের কাঁদিয়ে ইউপিডিএফ’র নেতাকর্মী ও সমর্থকদের শেষ শ্রদ্ধার মধ্য দিয়ে শেষকৃত্য সম্পন্ন হয়েছে ইউপিডিএফ নেতা মিঠুন চাকমার।
শুক্রবার সকাল থেকে পারিবারিকভাবে ধর্মীয় নানা আনুষ্ঠানিকতা শেষে অপর্ণা চৌধুরী পাড়ায় ইউপিডিএফ’র পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানিয়ে তার মৃত দেহ বটতলী মহা শশ্মানে দাহ করা হয়। দাহ ক্রিয়ায় অংশ নিতে খাগড়াছড়ির বিভিন্ন উপজেলাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার নেতাকর্মী ও মিঠুন চাকমার স্বজনরা শেষ বিদায় জানাতে আসেন। দাহ অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের বাঁধভাঙ্গা জোয়ার থামাতে হিমসিম খেতে হয় আইনশৃংখলা বাহিনীকে। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নেতাকর্মীদের বাধা দেন বলে অভিযোগ করা হয়।
বাবাকে ফুলেল বিদায় জানাল তিরাজ চাকমা : নিহত মিঠুন চাকমার ২ বছর বয়সী শিশু তিরাজ চাকমার জম্মদিনে বাবার লাশ উপহার পেলেও সে জানে না তার বাবা আর কোন দিন ফিরবে না। আজ দাহ অনুষ্ঠানের আগে তার বাবার কফিনের পাশে দাড়িয়ে বাবা,বাবা বলে ডাকছিল সে। এসময় মৃতদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে দেখা যায় তাকে। এসময় তার স্বজনদের কান্না আর আর্তনাদে ভারী হয়ে উঠে আশ-পাশের এলাকা। এ ঘটনায় মিঠুন চাকমার হত্যার বিচার দাবী করেন তার স্বজনসহ মিঠুন ভক্তরা।
গত বুধবার খাগড়াছড়ির জেলা সদরের অপর্ণা চৌধুরীপাড়ার বাসার সামনে থেকে তাকে তুলে নিয়ে যায় একদল স্বসস্ত্র সন্ত্রাসী। পরে সেখাতে তাকে গুলি করে হত্যা করে তারা। ঘটনার পর থেকে এ হত্যাকান্ডের জন্য জেএসএসকে দায়ী করে আসছিল দলটি।
এদিকে ঘটনার প্রতিবাদের শনিবার সকাল-সন্ধ্যা খাগড়াছড়ি জেলায় সড়ক অবরোধের ডাক দিয়েছে সংগঠনটি। গনতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি ও ইউপিডিএফ নেতা অংগ্য মারমা এ অবরোধের ঘোষনা দেন।
এসময় উপস্থিত ছিলেন ইউপিডিএফের বান্দরবান জেলা সমন্বয়ক ছোটন তঞ্চংগ্যা, গনতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক থুইক্য মারমা,বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এস এম শাহাদাত,গবেষক ছাইদিয়া গুলরুদ প্রমূখ।