হোয়াটসঅ্যাপে অনলাইনে থাকার বড় অসুবিধা হল লিস্টে থাকা ছাড়াও অন্যরাও দেখতে পায় আপনি অন রয়েছেন। এগুলি ছাড়াও, অনেক পরিচিতি আপনাকে অনলাইনে দেখে টেক্সট শুরু করে। এই ক্ষেত্রে, আপনি অন্য অপরের চোখ এড়িয়ে এই কৌশলটি ব্যবহার করতে পারবেন। বর্তমানে, আপনি যদি অনলাইনে উপস্থিত না হয়ে হোয়াটসঅ্যাপে চ্যাট করতে চান, তবে জেনে রাখুন এই কৌশল:
১। প্রথমে আপনাকে গুগল প্লে স্টোরে গিয়ে চ্যাটের জন্য WA bubble for chat ডাউনলোড করতে হবে।
২। এর পরে, অ্যাপটি ফোনর অ্যাক্সেসিবিলিটি পারমিটের জন্য অনুমোদন চাইবে যা অনুমতি দিতে হবে।
৩। এরপর হোয়াটসঅ্যাপে আসা টেক্সটগুলি আপনার কাছে bubble-এ আসবে।
৪। এখানে চ্যাটিং করলে কেউ আপনাকে অনলাইন দেখতে পাবেন না এবং অফলাইনে থাকা সত্ত্বেও আরামে চ্যাট করতে পারবেন।
৫। এছাড়াও আপনার হোয়াটসঅ্যাপের Last Seen ও কেউ দেখতে পাবে না।
শুধু তাই নয়। এই অ্যাপের প্রধান সুবিধা হল এর বাবেল ডিজাইন। মেসেঞ্জারে যেভাবে অন্য অ্যাপের উপর থেকে বাবল-এ ট্যাপ করে মেসেজ করা যায়, ঠিক সেভাবেই এখানেও হোয়াটসঅ্যাপকে ব্যবহার করা যায়। ফলে অন্যান্য অ্যাপ ব্যবহার করতে করতে চ্যাট করা আরও সহজ হয়। এক ঝলকে কে মেসেজ করছেন, তাও দেখে নিতে পারবেন।