অপহরণের পর মোটরসাইকেল চালক হত্যার ঘটনায় উত্তপ্ত গুইমারা

মোটরসাইকেল চালককে অপহরণের পর হত্যার প্রতিবাদে রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রায় ৬ ঘন্টা অবরোধ করে স্থানীয়রা।

খাগড়াছড়ির গুইমারায় আকিব উদ্দিন রাকিব (২২) নামের এক মোটর সাইকেল চালককে অপহরণের পর হত্যার ঘটনা ঘটেছে। স্থানীয় জনতা বিক্ষোভ মিছিল করে সড়ক অবরোধ করে।

এ সময় উত্তপ্ত জনতা অপহরণের ঘটনায় মামলা না নেওয়ায় গুইমারা থানার ওসি বিদ্যুৎ বড়ুয়ার অপসারণ দাবি করে ২৪ ঘটনার আল্টিমেটাম দেয় স্থানীয়রা।

এ ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে গুইমারা উপজেলা। বৃহস্পতিবার সকাল থেকে উত্তেজিত জনতার সিন্দুকছড়ির আকবাড়ি এলাকা প্রতিবাদের মুখে চট্টগ্রাম, ফেনী, ঢাকা, খাগড়াছড়ি সড়কের যান চলাচল বন্ধ করে দেয়।

এ ঘটনায় দুই যুবককে আটক করা হয়েছে বলে জানান গুইমারা থানার এসআই শরীফ।

গত মঙ্গলবার (৩ মার্চ ২০২০ ) সন্ধ্যার পর সে নিখোঁজ হয়। তাকে দুই পাহাড়ি যুবক ভাড়ায় চালিত মোটর সাইকেলসহ নিয়ে যায়। এর পর থেকে সে নিখোঁজ হয়।

এ ঘটনায় দুই যুবককে আটকের পর তারা অপহরণের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। পরে তাদের দেয়া তথ্যমতে সিন্ধুকছড়ির আকবাড়ী বাড়িপাড়া এলাকার রাস্তার নিচে খাদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শেয়ার করুন