আগামী ১৫ সেপ্টেম্বর থেকে সকল অনুমোদনহীন বিলবোর্ড, সাইনবোর্ড-ব্যানার অপসারণে উচ্ছেদ অভিযান শুরু করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এই সময়ের মধ্যে যারা অনুমোদন নেবেন তাদের সাইনবোর্ড, বিলবোর্ড অপসারণ করা হবে না। আর অনুমোদনহীন সকল বিলবোর্ড, সাইনবোর্ড, যতই ক্ষমতাবান হোন না কেন অনুমোদন না থাকলে অপসারণ করা হবে।
শনিবার গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমদ পার্ক উদ্বোধনকালে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম এসব কথা বলেন। নয় একর আয়তনের এ পার্কটি প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে আধুনিকায়ন করেছে ডিএনসিসি।
আতিকুল ইসলাম বলেন, “এই শহরে কেউ কেউ নিজের স্বার্থে সবার স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছেন। অনেকে বড় বড় হাউজিং করছেন, প্রজেক্ট সাইন, ব্যানার, সাইনবোর্ড ইত্যাদি দিয়ে লিখে রেখেছেন, ব্যবসা করছেন। ব্যবসা করেন, ভালো কথা, কিন্তু সেটারও ট্যাক্স দিতে হবে।”
প্রয়াত মেয়র আনিসুল হককে স্মরণ করে মেয়র বলেন, ঢাকার পার্ক, খেলার মাঠ উন্নয়ন আনিসুল হকের একটি স্বপ্ন ছিল। তার প্রতিটি স্বপ্নকে একে একে সফল করা হবে। বাকি ২৭টি পার্ক ও খেলার মাঠও দ্রুত উদ্বোধনের চেষ্টা করা হচ্ছে।
উদ্বোধনকালে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার, বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত রীভা গাঙ্গুলী দাস, সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাহিদ এজাহার, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, প্রকল্প পরিচালক ড. তারিক বিন ইউসুফ ও স্থপতি ইকবাল হাবিব বক্তব্য দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএনসিসির ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মফিজুর রহমান। অনুষ্ঠান শেষে মেয়র আতিকুল ইসলাম ও দুই রাষ্ট্রদূত পার্কে একটি করে গাছের চারা রোপন করেন এবং পার্কটি ঘুরে দেখেন