প্রচ্ছদ বাংলাদেশ অনলাইনে মিলবে বিআরটিএ’র শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স

অনলাইনে মিলবে বিআরটিএ’র শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স

আগামী ২০ সেপ্টেম্বর হতে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বিশেষ সেবা সপ্তাহ পালনের উদ্যোগ গ্রহণ করেছে। এ সময় অনলাইনে মিলবে বিআরটিএ’র শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিআরটিএ’র বিশেষ সেবা সপ্তাহ পালন সংক্রান্ত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

সেবা সপ্তাহ চলাকালে অনলাইনে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স প্রদান ও অনলাইনে মোটরসাইকেল রেজিস্ট্রেশন প্রদান করা হবে বলে জানানো হয়।

এদিকে, বিআরটিএ’র এসব বিশেষ সেবাসমূহ গ্রাহকরা নিতে পারবেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সকল সার্কেল অফিসে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

শেয়ার করুন