প্রচ্ছদ জেলার খবর স্যাপলিং প্রকল্পের স্বাস্থ্য সচেতনতামূলক প্রতিযোগিতা সম্পন্ন

স্যাপলিং প্রকল্পের স্বাস্থ্য সচেতনতামূলক প্রতিযোগিতা সম্পন্ন

শিক্ষার্থীদের হাতে কলমে স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ দিচ্ছেন স্যাপলিং প্রকল্পের কর্মকর্তারা।

শিক্ষার্থীদের নিরাপদ খাবার পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যাভ্যাস উন্নয়নে সচেতনতা বৃদ্ধি করতে কুইজ প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। বুধবার বান্দরবানের রাজবিলা উচ্চ বিদ্যালয়ে স্যাপলিং কর্মসূচীর সহায়তায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

রাজবিলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার পাল, স্যাপলিং কর্মসূচির ওয়াশ এডভাইজার নাছির উদ্দিন, ওয়াশ ম্যানেজার মোঃ খতিবর রহমান, উপজেলা কো-অডিনেটর চাইনুপ্রু মার্মা, ডিআরআর এন্ড ওয়াশ অফিসার শিমন আমলাই, এম সিএইচএন স্পেশালিষ্ট মাসুমা চৌধুরীসহ বিদ্যালয়ের স্যপলিং কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকমন্ডলী এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

দিনব্যাপী অনুষ্ঠানে উল্লেখিত বিষয়ের ওপর অংশগ্রহনমুলক আলোচনা, সঠিকভাবে হাত ধোয়ার ব্যাবহারিক অনুশীলন, ব্যাক্তিগত ও পারিবারিক স্বাস্থ্য পরিচর্যার ভাল ও মন্দ অভ্যাসের তুলনামুলক বিশ্লেষণ, কিশোরীদের মাসিক চলাকালীন স্বাস্থ্য পরিচর্যার গুরুত্ব ও করনীয়সমুহ বিভিন্ন খেলার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহন করানো হয়।

পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন