সেনাবাহিনীর ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাগান বাড়ির ওপর; ১৩ সৈনিক আহত

সেনাবাহিনীর একটি ট্রাক র্দুঘটনা কবলিত হলে আহন হন ১২ সেনা সদস্য। ছবি- রফিকুল ইসলাম।

বান্দরবান (লামা) প্রতিনিধি।। বান্দরবানের লামা-ফাঁসিয়াখালী সড়কের মিরিঞ্জা পাহাড় নামক স্থানে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৯ বীর আলীকদম ইউনিট এর একটি সৈনিকবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বাগান বাড়ির উপর পড়ে ১৩ সেনা সদস্য আহত হয়েছেন। শনিবার (৭ জুলাই) বিকেলের দিকে এই ঘটনা ঘটে। গাড়িটি চকরিয়া থেকে আলীকদম যাচ্ছিল।

সেনাবাহিনী ৩৯ বীর আলীকদম ইউনিট ও লামা ফায়ার সার্ভিস আহতদের দ্রুত উদ্ধার করে কক্সবাজারের রামুস্থ ৩৯ বীর এর ডিভিশনে নিয়ে যায়। সেখান থেকে গুরুতর আহতদের হেলিকপ্টার যোগে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয়েছে বলে জানা গেছে।

৩৯ বীর এর আহত সেনা সদস্যরা হলেন, মো. রনি মিয়া, রিপন, জহুরুল, মো. আলতাব হোসেন, মেজবাহ্, খাইরুল, রতন, মেহেদী হাসান, মাইন উদ্দিন, আরিফ ও সানি সহ আরো দুইজন। গাড়িটি ৩৯ বীর এর আর্মি সার্ভিস কোর (এএসসি) শাখার বলে জানা গেছে। প্রত্যেক্ষদর্শীরা জানায় গাড়িতে মোট ২২ জন সেনা সদস্য ছিল। তবে বাকীরা অক্ষত ছিলেন।

দূর্ঘটনায় ক্ষতিগ্রস্থ বাগান বাড়ির মালিক লামা পৌরসভার পশ্চিম লাইনঝিরি এলাকার এরশাদ আলীর ছেলে মনির হোসেন  বলেন, দূর্ঘটনার ১০ মিনিট আগে আমরা ৩জন ঘর থেকে বেড়িয়ে রাস্তায় আসি। কপাল জোরে বেঁচে গেছি আমরা। আমার প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আলীকদম ৩৯ বীর ইউনিটের সেনাসূত্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

শেয়ার করুন