প্রচ্ছদ বিনোদন সংবাদ পাঠিকা থেকে অভিনয়ে রেহনুমা মোস্তফা

সংবাদ পাঠিকা থেকে অভিনয়ে রেহনুমা মোস্তফা

সংবাদ উপস্থাপনা থেকে এবার অভিনয়ে নাম লেখালেন জনপ্রিয় সংবাদ পাঠিকা রেহনুমা মোস্তফা। টেলিভিশন চ্যানেল বাংলাভিশনে সংবাদ উপস্থাপনের মাধ্যমে নিজের পরিচয় পেয়েছেন। দীর্ঘ সাত বছরের সংবাদ উপস্থাপক হিসেবে কাজ করছেন তিনি। এর মধ্যে পাঁচ বছর আরটিভিতে কাজ করেছেন। বর্তমানে দুই বছর ধরে বাংলাভিশনে কর্মরত তিনি।

সম্প্রতি নাম লিখিয়েছেন অভিনয়ে। চয়নিকা চৌধুরীর পরিচালিত ‘সংসার’ নাটকে অভিনেতা ইরফান সাজ্জাদের বিপরীতে।

অভিনয়ের প্রসঙ্গে রেহনুমা বলেন, ‘ছোটবেলা থেকে আমোর অভিনয়ের প্রতি ঝোক ছিল। ইচ্ছে ছিল আমাকে যেন স্ক্রীনে দেখা যায়। সেই ইচ্ছা থেকেই সংবাদ পাঠিকা হয়েছি। তবে মিডিয়ার অন্য কাজ করতেও আগ্রহী ছিলাম। অভিনয় করার অনেক প্রস্তাব ছিল, কিন্তু করা হয়নি। হঠাৎ করেই গুণী পরিচালক চয়নিকা চৌধুরীর নির্দেশনায় এই প্রথম নাটক করলাম।’

নাটক প্রসঙ্গে তিনি জানান, নাটকটি বর্তমানে সম্পাদনার টেবিলে রয়েছে। এর নাম পরিবর্তন হতে পারে। নাটকটি শিগগিরই একটি বেসরকারি টিভিতে প্রচার হবে।

উপস্থাপনার পাশাপাশি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমফিল করছেন রেহনুমা। নর্থ-সাউথ ইউনিভার্সিটিতে জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক হিসেবেও কাজ করছেন তিনি।

শেয়ার করুন