বিশ্ব ফুটবলের গতিদানব বলা হয়ে থাকে পর্তুগীজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোকে। গতির ঝলক দিয়েই টানা তৃতীয়বার জয় করেছেন ফিফা বর্ষসেরা ‘দ্য বেস্ট’ খেতাব।
ফুটবল জীবনের পাশাপাশি তার ব্যক্তি জীবন নিয়েও ভক্তদের আগ্রহ বিন্দুমাত্র কম নয়!
এ তারকা ফুটবলারের বান্ধবীর সংখ্যাও নেহায়েত কম নয়। ৩২ বছর বয়সের মধ্যে তার বেশ কয়েকজন বান্ধবীর সঙ্গে গাটঁছাড়া হয়েছে। আবার বিচ্ছেদও হয়েছে। বর্তমানে জর্জিনা রদ্রিগেজের সঙ্গে চলছে তার সংসার। আর সোমবার এক কন্যা সন্তানের জন্ম দিয়েছে জর্জিনা।
যার নাম রাখা হয়েছে আলানা মার্টিনা। আর এ কন্যা সন্তান নিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর সন্তান সংখ্যা হল চার। যার মধ্যে দুই কন্যা সন্তান ও দুই পুত্র সন্তান।
প্রথম সন্তানের নাম ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র, বয়স সাত।
২০১০ সালে তার জন্ম হয়। এছাড়া তার টুইন বেবি রয়েছে তাদের নাম মাতেয়ো ও ইভা। অার সবশেষ সোমবার জর্জিনার ঘরে আসলো আলানা মার্টিনা।