খোলাচোখ ডেস্ক ।। রাউজানের এক বৌদ্ধ অনাথালয় থেকে এক মারমা কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার চট্টগ্রামের রাউজানের ওয়ারা পুইয়া বৌদ্ধ অনাথালয়ে ঘটনাটি ঘটে। ওই কিশোরীর নাম অম্যাচিং মারমা (১৬)। তার বাড়ী রুমা উপজেলায়। সে উপজেলার সামা খাল পাড়ার জুম চাষী উক্যজাইন এর মেয়ে।
ঘটনার বিবরনে জানা যায়, বৃহস্পতিবার সকালে অনাথালয়ের লোকজন একটি রান্নাঘরের আড়ার সাথে কিশোরীর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ এলে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এদিকে কিশোরীর পরিবারের লোকজন অনাথালয়ের লোকজনের প্রতি অভিযোগের তীর ছুড়ে কিশোরীকে ধর্ষনের পর হত্যা করা হতে পারে বলে অভিযোগ করেছেন । তারা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবী করেছেন।
রাউজান থানার ওসি কেফায়েত উল্লাহ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য চমেকে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর বলা যাবে ঘটনার রহস্য। তারপর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এদিকে এ ঘটনার জন্য বান্দরবান মারমা ষ্টুডেন্ট কাউন্সিলের নেতৃবৃন্দ নিন্দা প্রকাশ করে দোষীদের আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন।