বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই মুঠোফোনে প্রাণনাশের হুমকি পেয়েছেন। অজ্ঞাত এক ব্যক্তি তাঁর কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এই ঘটনায় চরম নিরাপত্তাহীনতা বোধ করায় গতকাল বুধবার চেয়ারম্যান বান্দরবান সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডিতে উল্লেখ করা হয়েছে, গতকাল দুপুর ১২টা ২০ মিনিটে অজ্ঞাত এক ব্যক্তি ফোন করে টাকা দাবি করেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে, তিনি দুর্ব্যবহার করেন এবং প্রাণনাশের হুমকি দেন। চেয়ারম্যান তাঁর ব্যক্তিগত নিরাপত্তার কথা বিবেচনা করে থানায় এই জিডি করেছেন।
অধ্যাপক থানজামা লুসাই জানান, হুমকিদাতাকে তিনি চেনেন না এবং কেন তিনি টাকা দাবি করছেন, সেটাও স্পষ্ট করেননি। তবে ফোনে অশোভন আচরণ করেছেন এবং বারবার প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছেন।
বান্দরবান সদর থানার ওসি মাসুদ পারভেজ জানিয়েছেন, জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাইয়ের জিডি তদন্তাধীন রয়েছে। প্রাথমিক তদন্তে হুমকির সত্যতা পাওয়া গেছে। হুমকিদাতাকে চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।