বান্দরবানে ১৫ থেকে ২৪ বছর বয়সী ১ হাজার কিশোরী ও তরুণীকে প্রযুক্তিগত ও কারিগরি দক্ষতার প্রশিক্ষণ দেবে জাগো ফাউন্ডেশন ট্রাস্ট। এছাড়া আরো ৩ হাজার কিশোরী ও তরুণীকে পাসপোর্ট টু আর্নিং প্ল্যাটফর্মের মাধ্যমে টুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি সফট স্কিলস এর ওপর দক্ষতা অর্জনে সহায়তা করা হবে।
গার্লস এডুকেশন এন্ড স্কিলস পার্টনারশিপ (জিইএসপি)- স্বপ্নের সারথি প্রকল্পের মাধ্যমে দুর্গমাঞ্চলের পিছিয়ে পড়া জনগণকে এগিয়ে নিতে এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
গত ২৯ মে বুধবার বান্দরবান রেডক্রিসেন্ট ইউনিটের হলরুমে অবহিতকরণ সভায় এসব তথ্য জানান জাগো ফাউন্ডেশন ট্রাস্টের সংশ্লিষ্টরা। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন- ” স্থানীয় চাহিদা পূরণের লক্ষ্যে সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে যে কোনো ধরনের প্রতিবন্ধকতা মোকাবেলায় একত্রে কাজ করতে হবে। সেক্ষেত্রে যে কোনো দক্ষতা উন্নয়নমূলক প্রকল্প অবশ্যই বাস্তবভিত্তিক এবং দীর্ঘস্থায়ী হতে হবে যেন এর সুফলও দীর্ঘস্থায়ী হয়।”
সভায় উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কুদ্দুছ, যুব উন্নয়ন অধিদপ্তর-এর উপ পরিচালক মো: শহিদুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার, ইউনিসেফ বাংলাদেশ-এর প্রতিনিধি, বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারিসহ সরকারি বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা।
প্রকল্পের সংশ্লিষ্টরা জানান, জেন্ডারভিত্তিক সহিংসতা ও বৈষম্য, মানসম্মত শিক্ষার সীমিত সুযোগ এবং চাকরিযোগ্য দক্ষতার অভাব বান্দরবানের দারিদ্র্য ও বৈষম্যের চক্রকে দীর্ঘস্থায়ী করে, যার প্রধান শিকার অত্র এলাকার কিশোরী এবং যুবতীরা। জাগো ফাউন্ডেশন ট্রাস্ট মূলত এসব প্রতিবন্ধকতাগুলো দূর করার উদ্দেশ্যে স্বপ্নের সারথি প্রকল্পটি ডিজাইন করেছে। যেখানে জেন্ডারভিত্তিক বৈষম্য নিরসন করে নারী ক্ষমতায়নের প্রতি অধিক গুরুত্ব আরোপ করা হবে। প্রকল্পটি বান্দরবান এলাকায় ১ হাজার জন কিশোরী ও যুবতী মহিলাদের স্থানীয়ভাবে চাহিদার উপর ভিত্তি করে প্রযুক্তিগত এবং কারিগরি দক্ষতায় প্রশিক্ষিত করবে এছাড়াও ৩ হাজার তরুণী ও যুবতী পাসপোর্ট টু আর্নিং (P2E) প্ল্যাটফর্মের মাধ্যমে টুয়েন্টি ফাস্ট সেঞ্চুরি সফ্ট স্কিলস এর উপর দক্ষতা লাভ করবেন।
ফরেন, কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অফিস (অফ সি ডি ও) দ্বারা অর্থায়ন এবং সহযোগী অংশীদার জেনারেশন আনলিমিটেড, ইউনিসেফ পরিচালিত চ্যালেঞ্জ ফান্ড ফর দ্য গার্লস এডুকেশন অ্যান্ড স্কিল পার্টনারশিপ (GESP)-এর সহযোগিতায় জাগো ফাউন্ডেশন ট্রাস্ট কর্তৃক প্রকল্পটি বান্দরবান জেলায় পরিচালিত হবে।