বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের তংঙঝিরি ত্রিপুরা পাড়ায় বড়দিনের আগের রাতে দুর্বৃত্তরা আগুন দেয়, এতে ১৭টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয়রা জানান, গির্জা না থাকায় পাড়ার বাসিন্দারা বড়দিনের জন্য পুরোনো পাড়ায় গিয়েছিলেন। এ সুযোগে মধ্যরাতে দুর্বৃত্তরা পাড়ায় ঢুকে আগুন লাগায়।
তিন-চার বছর আগে ‘এসপির লোক’ পরিচয়ে কিছু ব্যক্তি পাড়াটি দখল করে বাগান তৈরি করেছিল। তবে সম্প্রতি আওয়ামী লীগ সরকার পতনের পর বাসিন্দারা আবার ফিরে এসে ঘর বানিয়ে বসবাস শুরু করেন।
নতুন পাড়ার কারবারি পাইসাপ্রু ত্রিপুরা বলেন, ‘এই পাড়া আমাদের পূর্বপুরুষদের। গত রাতে সবাই বাইরে থাকায় দুর্বৃত্তরা আগুন দিয়ে ঘরগুলো জ্বালিয়ে দেয়।’
ক্ষতিগ্রস্ত গুঙ্গামনি ত্রিপুরা বলেন, ‘আমাদের সব কিছু পুড়ে গেছে। আমরা এখন একদম নিঃস্ব।’
সরই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং লামা উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্তদের সহায়তার উদ্যোগ নিয়েছেন। পুলিশ জানিয়েছে, জমি দখল নিয়ে পুরোনো বিরোধ থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দোষীদের আইনের আওতায় আনতে তদন্ত চলছে।