‘বন্ধ হলে দুর্নীতি, উন্নয়নে আসবে গতি’ স্লোগানে বান্দরবানে দুর্নীতিবিরোধী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ২৮ মার্চ বুধবার সকালে বান্দরবান প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে এ মানববন্ধন আয়োজন করে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মফিদুল আলম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অং চ মং, বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ জেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।
এতে বক্তারা বলেন, সমাজে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি বিরাজ করছে। দুর্নীতি বন্ধ করা না গেলে উন্নয়নের অর্জন ধরে রাখা যাবে না। দুর্নীতি বিরুদ্ধে সোচ্চার হতে সবাইকে আহবান জানান বক্তারা।


















