বান্দরবানে দলিল জালিয়াতি মামলায় ভূমি অফিসের জারিকারক, দলিল লেখকসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
১০ মে বুধবার বান্দরবান বিচারিক হাকিম আদালতের বিচারক সৈয়দা সুরাইয়া আক্তার এ রায় ঘোষণা করেন। কোর্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুল মজিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
আসামিরা হলেন, মেঘলা লালমোহন বাগান এলাকার সুনিল কান্তি দাশের (সোনাইয়া) ছেলে ও বান্দরবান সদর ইউনিয়ন ভূমি অফিসের জারিকারক সন্তোষ দাশ, মেঘলা এলাকার বাসিন্দা মো. হোসেনের ছেলে মান্নান এবং নোয়াপাড়ার গৌরাঙ্গ প্রসাদের ছেলে ও দলিল লেখক গোপাল কৃষ্ণ দাশ।
কোর্ট পুলিশের পরিদর্শক সাংবাদিকদের বলেন, বুধবার সকালে আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বিচারক আবেদন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার নথি থেকে জানা যায়, বান্দরবান পৌরসভার মেঘলা এলাকায় ১৯৮১ সালে সৈয়দ মোজাফফর আহমদের নামে ৫০ শতক জমি বন্দোবস্ত দেয় সরকার। ওই জমি মোজাফফর বিক্রি করেছেন মর্মে সন্তোষ দাশ, মোস্তফা মিনহাজ, মান্নান, গোপাল কৃষ্ণ দাশ, আলী হোসেন, জিন্নাত আরা ও রমিজ আহম্মদ পরস্পরের যোগসাজসে জাল দলিল তৈরি করেন। সেই দলিলে শেষের তিন জন সাক্ষী।
এ ঘটনায় গত ৪ মে বান্দরবান সদর থানায় মামলা করেন সৈয়দ মোজাফফর আহমদের জামাতা মো. জহিরুল ইসলাম।